• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

 ফুুলবাড়ীতে বাল্যবিবাহ,যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা   

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

দিনাজপুরের ফুুলবাড়ীতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক শান্তি বিকাশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮মার্চ) দুপুরে উপজেলার রাঙ্গামাটি পিএস সেন্টারে সিসিডিবি-সিপিআরপি দাউদপুর নবাবগঞ্জ এর আয়োজনে এ সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল।

এতে সংস্থার প্রশিক্ষক জয়মনি সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান,সিসিডিবি-সিপিআরপি এর এরিয়া ম্যানেজার হরি সাধন রায়, বেসরকারী সংস্থা বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক প্রমুখ।

এসময় সিসিডিবি-সিপিআরপি এর সমাজ সংগঠক সুমিত্রা রায়,স্টেফান কুজুর সহ নেটওয়ার্কের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাল্য বিবাহ,যৌতুক,ইভটিজিং এর কুফল,প্রতিকার ও প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সহ সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –